কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মায়াবি রোমান্স মল্লিকের উদ্দোগে স্থানীয় ১০০জন (কোভিড-১৯) করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় দরিদ্র জন সাধারণের মধ্যে জেলা পরিষদ-কুষ্টিয়া কর্তৃক আয়োজিত প্রধান মন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২২ মে শুক্রবার সকাল ১১টায় তারাগুনিয়া নিজ বাসভবন চত্বরে মায়াবী রোমান্স মল্লিক ও পিতা কামাল মল্লিক এলাকার কর্মহীন অসহায় দরিদ্র জন সাধারণের মধ্যে পোলাও চাউল-১কেজি, চাউল-৫ কেজি, ডাল-১কেজি, আলু-২কেজি, পিয়াজ-১কেজি, তেল-১লিটার, লবন-১কেজি, চিনি-১কেজি, লাচ্চা সিমাই-১প্যাকেট, সাদা সিমাই-১প্যাকেট, মসলা-১প্যাকেট, দুধ-১০০গ্রাম ও সাবান-১টি ঈদ সামগ্রী বিতরণ করেন।
মায়াবী রোমান্স মল্লিক ইতি পূর্বে নিজ উদ্দোগে ১৫০ জন অসহায় , কর্মহীন দরিদ্র জন সাধারণে খাদ্য সামগ্রী বিতরণ করেন ও স্থানীয় সাংবাদিকদের হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করেন এবং এলাকার কর্মহীন ও দুস্থ মানুষের জন্য নিজ অর্থায়নে ত্রাণ সহায়তা দিয়েছেন।