করোনা প্রদূভাবের পর থেকে ছিন্নমূল অসহায় হয়ে পড়া অনাহারীর হাতে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগীতায় রান্না করা খাবার প্যাকেট তুলে দেয়া হচ্ছে ধারাবাহিক ভাবে।
পবিত্র রমজান মাসের শুরু থেকে ভেড়ামারায় শতাধিক ইফতার খাদ্য প্যাকেট নিয়মিত ভাবে দেয়া হচ্ছে ভাম্যমান রোজাদারদের মাঝে।
আজ ২৮ শে রমজান ইফতার পূর্ব মূহুর্তে ভেড়ামারা বাসষ্ট্যান্ড শাপলাচত্তরে প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে ইফতার খাবার প্যাকেট বিতরনে কর্মসূচিতে উপস্থিত হন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব, সোহেল মারুফ মহোদয়। তিনি নিজ হাতে ভ্রাম্যমান রোজাদারদের হাতে ইফতার খাবার প্যাকেট তুলে দেন।
এসময় ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সহ-সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক প্রদীব সরকার, যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খাঁন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম খাঁন, এ.টিএন নিউজ টিভির ক্যামেরা পারসোন সেতু, ভেড়ামারা থানার এস আই
আবু তাহের, এস আই দেব দত্ত সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে ইফতার খাবার প্যাকেট বিতরন করেন।
ধন্যবাদ জানাচ্ছি, সৌদি আরব প্রবাসী ভেড়ামারা ধরমপুরের কৃতি সন্তান তারিক মাহ্ফুজ শুভ’কে। যিনি দূর প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের প্রতি প্রবল ভালবাসায় অর্থের যোগান দিয়ে আসছেন শুরু থেকে এপর্যন্ত। তারিক মাহ্ফুজ শুভ ধরমপুরের সুনামধন্য চিকিৎসক মরহুম
আলতাফ হোসেন ডাক্তারের যোগ্য সন্তান।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত
প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগীতায় রান্না করা খাবার প্যাকেট ছিন্নমূল অসহায় অনাহারীর হাতে তুলে দেয়া কর্মসূচি অব্যাহত
থাকবে ইনশাল্লাহ।