পুশি ক্যাট
রবি রায়হান
২২ শে মে, ২০২০ইং।
খুকু মণির পুশি ক্যাট্
ডাকে মিউ মিউ
লেখা পড়া করছে খুকু
গল্প টা বেশ নিউ।
পুশি ক্যাটের অত্যাচারে
খুকুর মেজাজ হট্
লেখা পড়া বন্ধ করে
পেটায় চটা চট্।
পুশি ক্যাট ভাবছে হায়
হলাম বুঝি কট্
ব্যাথার চোটে মাথা ঘুরে
করে সে ছট্ ফট্।
এমন সময় একটা ইঁদুর
সামনে দিয়ে দৌড়
খুকু মণি চিল্লায় বলে
ইঁদুর টারে ধর্।
পড়ি মরি দৌড় দিল সে
ইঁদুর ধরার তরে
ইঁদুর বেটা পালিয়ে গেলো
পুশি ক্যাটের ডরে।