মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কুষ্টিয়া দৌলতপুরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ফিলিপনগরে ৩০০ গরীব অসহায় দুস্থ্য পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) সকালে পি এস এস মাধ্যমিক স্কুল প্রাঙ্গনে গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি।
বাদশাহ্ এমপি মহোদয় বলেন, জাতীর এই ক্রান্তিলগ্নে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নির্দেশে ৩’শ কর্মহীন গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে দৌলতপুরের সকল ইউনিয়নে দেয়া হবে৷ এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, চেয়ারম্যান ফজলুল হক, ইছাহক আলী, নাসির উদ্দিন, শামসুল আলম, মাহবুব মাস্টার, খাইরুল ইসলাম শিবুল হাজ্বি সহ অনেকে।