ঈদ এলো ভাই
রবি রায়হান
২৩শে মে,২০২০ ইং।
এমন সময় ঈদ এলো ভাই
লক ডাউনের মাঝে
ঘরের ভিতর বন্দি থাকি
যাইনা কোনো কাজে।
ছেলে মেয়ে বুঝতে চায়না
করোনার মহামারি
সারাটা দিন ঘরে বসে
দিচ্ছে আমায় আড়ি।
ঈদের জামা নতুন জুতো
কিনতে তারা চায়
জামা জুতো ছাড়া তাদের
চলবে না যে ভাই।
বৌ টি আমার বেজায় ভাল
নাই কোন আবদার
মাঝে মাঝে বায়না ধরে
শাড়ি গোটা চার।
অফিস আমায় দেয়না বেতন
দেখায় করোনা
চারি পাশে এতো চাপে ও
আমি নড়িনা।
অর্থ কড়ি ফুরিয়ে গেছে
পকেট ফাঁকা মাঠ
ঈদের কাপড় কেমনে কিনি
কেমনে বাজার হাট।
এখন শুধু দয়াল পারে
করতে আমায় পার
দুহাত তুলে বসে আছি
দরবারে যে তাঁর।