একদিকে সারা দেশ যখন করোনা ভাইরাস প্রবল বেগে ছোবল বসিয়েছে, মৃত্যু ও আক্রান্তহার বাড়ছে, সেখানে ঈদের দুদিন আগে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে কুষ্টিয়ার শপিংমল খুলে দেওয়া হলো।
কয়েকদিন আগে সামাজিক দূরত্বসহ প্রয়োজনীয় কিছু নিয়ম মেনে কেনা-কাটা করার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান খোলার অনুমতি দেয় প্রশাসন। কিন্তু কুষ্টিয়া শহরসহ উপজেলাগুলোতে ক্রেতাদের তীব্রচাপে কোন নিয়মই টেকেনি, করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে কেউ কোন বাধা নিষেধ কানে তোলেনি। ফলে বাধ্য হয়ে প্রশাসন দোকান বন্ধ করে দেয়।
আজ শনিবার সকাল থেকে কুষ্টিয়া শহরের এনএসরোডে দোকানীরা বিক্ষোভ করতে থাকে। প্রতি বছর ঈদে যা বেচাকেনা হয় তা দিয়েই বাকিটা সময়ের ক্ষতি তাদের পুষিয়ে নিতে হয়। এবার দোকান বন্ধ থাকায় তাদের মরার দশা- এসবই জানিয়েছেন এনএসরোড দোকান মালিক সমিতির সদস্য মফিজ উল্লাহ, তিনি বলেন, করোনার থেকে পরিবার নিয়ে না খেয়ে মরা অনেক বেশি কষ্টের, সে কারণে তারা দোকান খোলার পক্ষে।
ব্যবসায়ীদের দাবির মুখে সকালে জেলা প্রশাসন জরুরি বৈঠক করে শপিংমল খুলে দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন।