গাংনী প্রতিনিধিঃ গাংনীতে নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মাহি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ফাউন্ডেশনের সদস্য মাসুদ পারভেজ ওই সুরক্ষা সামগ্রী বিতরনের শুভ উদ্বোধন করেন।
নুরুল হক ফাউন্ডেশন এর পক্ষ থেকে মাসুদ পারভেজ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জাতির এই ক্রান্তিলগ্নে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের শারীরিক সুরক্ষার দিক বিবেচনা করে নুরুল হক ফাউন্ডেশন এমন উদ্যোগ নিয়েছে।
তিনি আরো বলেন, নুরুল হক ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে।