কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় করোনা পজেটিভ রোগী সনাক্ত। জানাগেছে গত ১৮ মে সোমবার ঢাকা থেকে নিজ বাড়িতে আসে এলাকার মাষ্টার পাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ কাদিয়ানের স্ত্রী শাহানাজ (৫৫) ও ছেলে হাসিনুর (৩০) সহ ৪ সদস্য, পরে অপর দু’জনকে ঐ বাড়িতে পাওয়া যায়নি। দৌলতপুর স্বাস্থ্য সহকারী আব্দুল আহাদ জানান এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত বুধবার ল্যাব টেকনোলজিষ্ট নমুনা সংগ্রহ করেন মা ও ছেলের এবং শনিবার তাদের রির্পোট আসে ছেলে হাসিনুরের শরীরে করোনা পজেটিভ। শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর বাড়ীটি লকডাউন করলেও এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। তাদের হাসপাতালে নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছে। এ ছাড়া একই এলাকায় ৪/৫টি পরিবারে ঢাকা থেকে আগত লোক জন এসেছে তাদের পরিবার গুলির নমুনা সংগ্রহ ও বাড়ী গুলি লকডাউনের জন্য দাবী জানিয়েছে।