ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনুর ব্যক্তিগত উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে ৭০০ পিচ শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়। উপজেলার ধরমপুর ইউনিয়নে আজ সকাল ১০ টা আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজের বাড়ি সংলগ্ন এই শাড়ি ও লুঙ্গি অসহায়দের মাঝে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন, ধরমপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ সহ ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় গরীব অসহায়দের হাতে ৪০০ শাড়ি ও ৩০০ লুঙ্গি তুলে দেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।