ভেড়ামারায় দাবিকৃত চাঁদার টাকা পরিশোধ না করায় ব্যবসায়ীর উপর হামলা মারপিট, আহতাবস্থায় হাসপাতালে ভর্তি,থানায় লিখিত অভিযোগ, চিহ্নিত ক্যাডারদের রক্ষায় এলাকার প্রভাবশালীরা
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউপির হিড়িমদিয়া গ্রামের মৃতঃ নাসির উদ্দীন ননী’র ছেলে বিশিষ্ট ব্যবসায়ী তহুরুল ইসলামের নিকট দাবিকৃত ১লাখ টাকা প্রদান না করায় ঐ ব্যবসায়ীর উপর হামলা করে তাকে বেপরোয়াভাবে পিটিয়ে আহত করেছে একই এলাকার চিহ্নিত ক্যাডার জাকির ও মোহনসহ তাদের পেটোয়া বাহিনী। হামলার শিকার ব্যবসায়ী তহুরুল ইসলামের ভেড়ামারা থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ পত্রসূত্রে জানা গেছে, গত ১৫ই এপ্রিল বিকেলে উল্লিখিত ক্যাডাররা হিড়িমদিয়া জাপানের পুল সংলগ্ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে তার কাছ থেকে ১লাখ টাকা চাঁদা দাবি করে দ্রুত সময়ের মধ্যে ঐটাকা পরিশোধ না করলে তাকে শায়েস্তা করার হুমকি প্রদান করে। কিন্তু ব্যবসায়ী তহুরুল ইসলাম তার কাছে দাবিকৃত চাঁদা পরিশোধে অপারগতা প্রকাশ করলে গত ১৭ই মে চাঁদা দাবি করা ঐ জায়গাতেই তার উপর হামলা করে তাকে বেপরোয়াভাবে মারপিট করে। আহত তহুরুলকে এলাকাবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা শেষে গত ২০শে মে তহুরুল ইসলাম ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও এখনোবধি হামলাকারী ক্যাডারদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ রয়েছে, উল্লিখিত চিহ্নিত ক্যাডার জাকির ও মোহন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলোচিত শীর্ষ সন্ত্রাসী “কটা বাহিনী”র সাথে সক্রিয় যুক্ত ছিলো। জাকির বাহিনী প্রধান কটা’র ভাস্তে আর মোহন কটা’র ভাগ্নে সম্পর্কের। এলাকায় কটা বাহিনীর দাপট ফুরিয়ে যাওয়ার কারনে জাকির ও মোহন হিড়িমদিয়া এলাকায় আসন্ন ইউপি নির্বাচনে সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশী এক চেয়ারম্যান প্রার্থীর মদদে চাঁদগ্রাম ইউপির বিভিন্ন স্থানে পেশীশক্তি প্রদর্শনের মাধ্যমে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। ব্যবসায়ী তহুরুল ইসলামের উপর হামলার ঘটনা আড়াল করে থানায় দায়েরকৃত অভিযোগ যাতে এন্ট্রি না হয়, সেজন্য বহুমুখী তদবির চালানো হচ্ছে বলে এলাকাসী সূত্রে অভিযোগ রয়েছে।