ভেড়ামারায় ৫৫ জন রিক্সাচালক, ৩০ জন অটোরিকশা চালক, ২৫ জন সিএনজি চালক ও ৫৫ জন মাইক্রোবাস চালকের মাঝে জন প্রতি ৫০০/= টাকা করে সর্বমোট ৮৫ হাজার ৫ শ টাকা আজ শনিবার দুপুরে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন ভাই সাংগঠনিক নেতৃবৃন্দের নিকট পৌঁছে দেন। এসময় জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, ভেড়ামারা পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মোঃ মোস্তফা বকুল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনি গ্রুপের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম ঈদ উপহার হিসেবে বিতরণকৃত অর্থ প্রেরণ করেন।