আমার ছোট্ট ডগি
রবি রায়হান
২৩শে মে,২০২০ ইং।
আমার বাড়ির পাহারাদার
আমার ছোট্ট ডগি
বাড়ির ভিতর ঢুকেনা কেউ
ভীষণ রকম রাগী।
অচেনা কেউ আসলে গেটে
করে ছুটোছুটি
আমার গলা শুনলে হয়
শান্ত মোটামুটি।
কোন প্রাণীর সাহস হয় না
গেটের ভিতর ঢোকার
জীবন পণ করে লড়াই
সে যেই হোক রোখার।
আদেশ দিলে চুপটি করে
বসে গিয়ে কোনায়
লেজটা নাড়ে ঘন ঘন
কুর্নিশ সে জানায়।
প্রভুর তরে জীবন হাজির
পরোয়া নাই জানের
প্রভুর ডাকে ছুটে আসে
ভাষা বোঝে মনের
না দেখলে আমায়
তার দিন কাটেনা
মন মরা সে থাকে
চুপটি করে গেটের পাশে
কড়া নজর রাখে।
আমিও তারে ভালবাসি
ভীষণ করি আদর
সুখে দুখে সঙ্গী আমার
বোঝে আমার কদর।