কুষ্টিয়ার বাসভবনে জননেতা মাহবুব-উল আলম হানিফ এমপি প্রশাসন, দলীয় নেতাকর্মী ও পেশাজীবীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম ( বার), জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ আমিনুল হক রতন, শেখ হাসান মেহেদী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিজ্ঞ পিপি এড. অনুপ কুমার নন্দী, জেলা আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন রাজু, মাযহারুল আলম সুমন, কুষ্টিয়া জেলা বিএমএর সভাপতি ডাঃ এস এম মুস্তানজিদ, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আশরাফুল হক দারা, বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, সঙ্গীত শিল্পী এস আই টুটুল, অতিরিক্ত পিপি এড. শামস তানিম মুক্তি, উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, আওয়ামীলীগ নেতা মানজিয়ার রহমান চঞ্চল, শিলাইদহ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক, চেম্বারের সাবেক পরিচালক মাসুদ রানাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে নেতাকে ঈদ শুভেচ্ছা জানান।