কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাঁড়ের পাড়া গ্রামে মৃত সুন্নত আলীর ছেলে ফোটিক এর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ফটিক গুরুতর আহত।
এজাহার সূত্রে জানাযায়, দাদা পাড়া গ্রামের মৃত আমিরুল ইসলাম পুকার ছেলে মকবুলের কাছ থেকে ফটিকের ছেলে টাকা পাই। পাওনা টাকা চাইতে গেলে ছেলের মোটরসাইকেল কেড়ে নেয় মকবুল। পরে এলাকাবাসী বসে সমাধান করে দেয়।
এলাকাবাসী জানায় ২৫ মে সোমবার ঈদের দিন সকালে হঠাৎ করে মকবুল (৪০) ও জিয়ার আলির ছেলে মহিদুল (৪০) তার দলবল নিয়ে ফটিকের বাড়িতে এসে খুন করার উদ্দেশ্যে আক্রমণ চালায়। তাদের হাতে থাকা ধারালো হাসুয়ার আঘাতে ফটিক গুরুতর জখম হয়, এলাকা বাসী তাকে উদ্ধার করে ধৌলতপুর হাসপাতালে ভর্তি করে এবং দৌলতপুর থানায় ২ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করে।
জানাগেছে এলাকার মানুষ অনেকেই ওই মকবুলের সিন্ডিকেটের কাছে জিম্মি, তারা প্রায় সময় এলাকাতে বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষের উপর সন্ত্রাসী হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
মকবুলের নামে দৌলতপুর থানায় মাদকের ব্যবসা ও ধর্ষণ সহ অন্যান্য মামলা আছে। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ জানায়, সন্ত্রাসী হামলায় ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।