“তোমার তরে”
প্রকৌশলী রাকিবুল ইসলাম
আমি তো ভুলি নি সেদিনের কথা
তোমার খোপায় ছিল বকুল ফুলের গন্ধ ।
যে গন্ধে আমার কত রজনী কেটে গেলে,
শুধু ভাঙ্গলো না আমার উপর তোমার অভিমান।
আমি তো তেমন কিছুই বলি নি,
শুধু তো বলেছিলাম আমার নীলাঞ্জনা হতে।
হারাতে চেয়েছিলাম সেই নীলের মাঝে,
তোমার সেই নিঝুম কেশের মাঝে,
আমি তো একটু ভালবাসাই খুজে ছিলাম।
তুমি তো খুজে নিলে অন্য দিগন্ত।
আমি তো আজো তোমায় খুজি,
কবে তুমি আসবে ফিরে
আমার বুকে বসন্তের আলোড়নে।