ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর (ইএফডি) কে সুসংগঠিত, গতিশীল, শক্তিশালী, নির্বাহী কমিটির কাজগুলো বাস্তবায়ন এবং ভবিষ্যৎ ইএফডি এর নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত ছাত্রদের নিয়ে একটি উপ-কমিটি করা গঠন করা হয়েছে।
আজ ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর (ইএফডি) সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়ের সম্মতিতে এই উপ-কমিটি গঠন করা হয়।
উপ-কমিটির সভাপতি হলেন, মোঃ আদনান আল বাচ্চু(ডুয়েট) এবং সাধারণ সম্পাদক হলেন মোঃ আদিল মাহমুদ অংকন(কুয়েট)।সিঃ সভাপতি হলেন, মোঃ খালিদ আল জুহানি সাবিত(রুয়েট), যুগ্ন- সাধারণ সম্পাদক হলেন মোঃ আবির আল রাশিক(হাজী দানেশ) এবং সাংগঠনিক সম্পাদক হলেন শুভ আহামেদ(কুপই)।
আগামী এক (০১) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রনয়ন করে নির্বাহী কমিটির নিকট প্রেরন করার জন্য বলা হয়েছে।