৯০ বছরের বৃদ্ধা আতরজান। চোখে দেখতে পান না। পরিবারের সদস্য বলতে বিধবা এক মেয়ে, অন্য ২ মেয়ে মারা গেছে । কিছুদিন আগে ইত্তেফাকের রিপোর্ট এর ভিত্তিতে দেখা যায় বৃদ্ধাকে মৃত দেখিয়ে তার ১০ টাকা কেজি চালের কার্ডটিও বাতিল করা হয়েছে এর প্রচারিত খবর দেখে নগদ অর্থ দিয়ে সাহায্য করেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম।
সেই সাথে বৃদ্ধা আতরজানের ঘরটি সংস্কার করতে ও নিরাপদ আশ্রয় নির্মাণে নগদ ১০০০০/= টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম।
করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্ব এখন স্থবির। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।লম্বা সময়ের জন্য সব অফিস আদালত বন্ধ থাকায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।যাদের একদিন আয় বন্ধ থাকলে ঘরে আর খাবার থাকে না।
সমাজের নানা শ্রেণি পেশার মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছে।অনেক সংগঠন ও সংস্থাও এগিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় অসহায় এক এতিম মহিলার চিকিৎসার জন্য নগত ৩০০০/= টাকা আর্থিক সহয়তা করে পাশে দাঁড়িয়েছে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম ।
জানা যায়, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত দিনমজুর,অসহায় ও দুস্হদের জন্য “ভালবাসার উপহার” পাঠিযেছেন। তিনি নিজ এলাকা দৌলতপুরে হতদরিদ্র ও অসহায় পরিবারের জন্য “ভালবাসার উপহার ” বিতরণের কার্যক্রম পরিচালনা করছেন।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটি লোককেও অভুক্ত থাকতে দেব না। আমরা কুষ্টিয়া বাসীর গর্ব আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ ভাইয়ের নির্দেশনায় কুষ্টিয়া -১ আসনের মাননীয় সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা ও আমাদের অন্যান্য নেতৃবৃন্দের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর কথামতো দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি এবং সর্বদা অসহায় মানুষের পাশে থাকবো।
প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম আরও বলেন,আমি দলমত,ধর্মবর্ণ নির্বিশেষে আমার সাধ্যের মধ্যে থেকে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছি,সবাই নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রাখুন এবং নিজ বাসাবাড়িতে থাকুন। সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই করোনা যুদ্ধে জয়ী হতে হবে।