বটতৈল ইউনিয়নে ১ সন্তানের জননী আমেনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ভোগ করে জুন০১-২০২০ ইং
করে আসছে লম্পট সাইদুল। কুষ্টিয়া মডেল থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে আমেনা বেগম।
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ভাটাপাড়া গ্রামের,শহিদুল ইসলামের মেয়ে ১সন্তানের জননী আমেনা খাতুন,কে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করছেন একই গ্রামের নবীনের ছেলে সাইদুল ইসলাম। বিয়ের প্রলোভন দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করে আসছে। এমতাবস্থায় ভিকটিম আমেনা খাতুন লম্পট সাইদুল ইসলামকে বিয়ের কথা বললে লম্পট সাইদুল ইসলাম বিভিন্ন তালবাহানা করে, ভিকটিম আমেনা খাতুনের সাথে শারীরিক সম্পর্ক অবহ্যাত রাখে। মুরুব্বীদের প্রবাদ আছে, চোরের দশদিন বাড়ির মালিকের একদিন। ভিকটিম আমেনা ও তার পরিবার থেকে ন্যায় গতকাল ৩১- ৫ – ২০২০ তারিখে রাত ১০ ঘটিকার সময় লম্পট সাইদুল ইসলাম ভিকটিম আমেনাকে সুকৌশলে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আমেনার বাড়ির পাশের বাগানের মধ্যে শারীরিক সম্পর্ক করতে থাকে, এমতাবস্থায় প্রতিবেশী রুবেল হোসেন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদেরকে দেখতে পেয়ে ভিকটিম আমেনা খাতুনের পরিবার ও প্রতিবেশিদেরকে নিয়ে ভিকটিম আমেনা ও লম্পট সাইদুল ইসলামকে ধরে রেখে লম্পট সাইদুল ইসলামের পিতা নবীন উদ্দিনকে খবর দেয়। এতে লম্পট সাইদুল ইসলামের পিতা নবীন উদ্দিন ও তার পরিবারের লোকজন দলবেঁধে এসে প্রতিবেশী রুবেল হোসেন ও ভিকটিম আমেনা খাতুনের পরিবারের লোকজনকে বাটাম দিয়ে মারধর করে লম্পট সাইদুলকে ছাড়িয়ে নিয়ে যায়। এমতাবস্থায় ভিকটিম আমেনা খাতুন সহ তার পরিবারের কাউকে এই কথা না বলতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। তাই অসহায় ভিকটিম আমেনা খাতুনের পরিবার কোন উপায় না পেয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।