কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় মাঠে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে পেয়ারা চাষীর ২ বিঘা বাগান কর্তন করেছে প্রতিপক্ষ।
জানাগেছে ২ জুন মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় পেয়ারা চাষী শামিনুর রহমান বাবুর চরদিয়াড় মাঠে পূর্ব শত্রুতার জের ধরে ২ বিঘা পেয়ারা বাগান কর্তন করেছে প্রতিপক্ষ। চাষী জানান প্রতিটা গাছে প্রচুর পরিমান পেয়ারা হয়েছিল, যা অল্প কিছু দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে উঠেছিল, যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। তিনি প্রতি দিনের ন্যায় বাগানে পরিচর্য়া করার জন্য বুধবার সকালে বাগানে গিয়ে দেখেন প্রতিটা গাছ ও ডালপালা কেটে ঝুড়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।