কুষ্টিয়ার কুমারখালীতে খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরীন বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে কুমারখালী খাদ্য গুদামে আজ সকালে বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান। এ সময় পৌর মেয়র মোঃ সামছুজ্জামান অরুন, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম নিয়ন্ত্রক মোজাম্মেল হক ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ জামশেদুল ইকবাল উপস্থিত ছিলেন। চলতি অর্থ বছরে ১৩৯৬ মেট্রিক টন চাল, ৭৫৫ মেট্রিক টন ধান ও ৩৭২ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।