কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৯নং চাঁদপুর ইউনিয়নের মহননগর গ্রামের পশ্চিমপাড়ার মোঃ মিঠু মোল্লা ২০১৬ সালের ১২ ডিসেম্বর ট্রেন দুর্ঘটনায় দুইটি পা হারিয়ে ফেলে। আল্লাহর নেয়ামতের পরিপূর্নতা তখনই অনুভব করা যায় যখন পেয়ে তা হারিয়ে যায়। তবুও থেমে থাকেনা জীবন সংগ্রাম। সংগ্রাম করে সে এগিয়ে যেতে চাই। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে সে এবার বি এস এস ৩য় বর্ষের ছাত্র। তার জীবন সংগ্রামে YDF পরিবারও সহযাত্রী। বিভিন্ন সময় তার পাশে থেকে ভালোবাসার হাত বাড়িয়ে চলেছেন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম।এর আগে তাকে আউট সোর্চসিং এর কাজ শিখিয়ে প্রদান করা হয়েছে একটি কম্পিউটার। আবার এখন যখন তার স্বাভাবিক চলাচলের জন্য প্রয়োজন হুইল চেয়ারের তা YDF পরিবারের পক্ষ থেকে প্রদান করা হলো। আল্লাহ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। সংগঠনের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল বলেন, মানবিক বিবেচনায় আমরা মানবতার কাজে সবার সহযোগিতা ও ভালোবাসা চাই।