দৌলতপুর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ ৪ই জুন সকালে দৌলতপুরের মথুরাপুর আশ্রয় প্রকল্পে তিনটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে এই পোনা মাছ অবমুক্ত করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড, আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা এমপি।
এ সময় দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এজাজ আহম্মেদ মামুন বিশ্বাস, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খন্দকার শহীদুল রহমকন সহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও পোনা মাছ অবমুক্তকরণ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজস্ব বাজেটের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে উন্মুক্ত/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচীর আওতায় দৌলতপুর উপজেলার নির্বাচিত ১০ টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মোট ৩৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। তার মধ্যে দৌলতপুর উপজেলার মথুরাপুর আশ্রয়প্রকল্পে তিনটি পুকুরে ১০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।