সন্ধান মিলেছেঃ
কারোণার ভয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা আকরাম আলী কে উদ্ধার করতে আসেনি কেউ। অবশেষে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালালের নেতৃত্বে এএসআই আবু তৈয়ব তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভেড়ামারায় অজ্ঞান হয়ে পড়ে থাকা ব্যাক্তির সন্ধান মিলেছে। আজ শুক্রবার সকালে স্বজনদের কাছে তাকে হস্তান্তর করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে তার নাম আকরাম আলী(৬০)পিতা-মৃত এজাহার আলী, সাং- বাছআরা,আলাউদ্দিন নগর, থানা- কুমারখালী, জেলা-কুষ্টিয়া।
আকরাম আলীর পূত্র আলী হোসেন জানায়, আমার বাবা একজন পেশায় অটোচালক। গতকাল সকালে প্রতিদিনের ন্যায় ভাড়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে অটো নিয়ে বের হয় যায়। দুপুর থেকে আমরা অনেক চেষ্টা করেও আর কোন যোগাযোগ করতে পারিনি। তারপর থেকে বাবার খোজে বিভিন্ন জয়গায় অনুসন্ধান করতে থাকি। রাত্রে আনুমানিক ১০ টার দিকে ভেড়ামারা থানার ওসি স্যারের মোবাইল নাম্বারে ফোন দিয়ে জানতে পারি একজন ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে। আমার বাবার ছবি একটা ইমু নাম্বারে ওসি স্যার পাঠালে আমি নিশ্চিত হয়। পরে পরিবারকে সাথে নিয়ে আমি চলে আসি ভেড়ামারায়।
এর পূর্বে গতকাল দুপুরে ভেড়ামারা থানার লালন শাহ সেতুর সন্নিকটে অজ্ঞান অবস্থায় পড়েছিল এই আকরাম আলী। করোনা ভেবে স্থানীয়রা উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। সংবাদ পেয়ে পুলিশ সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, অসৎ উদ্দেশ্যে কে বা কাহারা অটোচালক আকরাম আলী কে কিছু খাইয়ে দিয়ে অজ্ঞান করে দিয়ে থাকতে পারে। আমরা সেটা খতিয়ে দেখছি। আজ সকালে আমরা যাচাই-বাছাই করে আকরাম আলীকে তার পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।