ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইলে টর্নেডোর আঘাতে নিহত ১ আহত ৫। স্থানীয়রা জানায় আজ শনিবার সকালে হঠাৎ করে ঝরো বাতাসের সাথে টর্নেডো শুরু হয়ে নাসিরনগর সরাইল দুটি উপজেলায় চারটি গ্রামের উপর দিয়ে টর্নেডো বয়ে চলে।
সকালে ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে নারী-পুরুষ-শিশুদের চিৎকারে ভারি হয়ে ওঠে আকাশ বাতাসের সময় আকাশের দিকে তাকিয়ে দেখা গেছে সমস্ত আকাশে ঘুড়ির মতো উড়তে দেখা গেছে গাছের ডাল ঘরের চাল টিন কাপড় সহ আরও অনেক ভারী জিনিসপত্র এছাড়াও আকাশে বাতাসে বয়ে চলেছে আগুনের ফুলকি।
উপজেলা প্রশাসন জানিয়েছে সকালে হঠাৎ করে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া আশুরাইল গ্রামের উপর দিয়ে বয়ে যায় ঘরের চাল উড়ে যায় এসময় সড়কের গাছপালার নদীতে থাকা বেশ কয়েকটি নৌকা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।