করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ কষ্টের মধ্যে দিন পার করছে। আবার কিছু দায়িত্ব জ্ঞানহীন ও অসভ্য মানুষ নিজের ইচ্ছামত বেপরোয়া ভাবে ঘুড়ে বেড়াচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে গতকাল শনিবার (০৬জুন) রাত ১০.০০ ঘটিকায় পর দোকান খোলা রাখার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক বিশাল সুইটসের মালিক বিশাল চন্দ্র কুন্ডুকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ঐ প্রতিষ্ঠানটি ১০ দিনের বন্ধ রাখার নির্দেশ দেন ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার সোহেল মারুফ। অপরদিকে ৩নং ব্রিজের পাশে চাঁদগ্রামে রাত্রে ঘর সাজিয়ে আলোকসজ্জাসহ জমকালো পিকনিক করায় ৩ জন মহিলা ও ১ জন পুরুষকে আটক করে থানায় নিয়ে আসেন। তাদের প্রত্যেককে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৩০০০(তিন হাজার) টাকা করে মোট ১২,০০০(বার হাজার) টাকা অর্থদন্ড করেন।
এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, অসভ্যতা আপনাকে অমানুষ বানাতে পারে, তবে অন্যদের মাঝে রোগের বিস্তার ঘটানোর অধিকার কারো নেই। এজন্য অভিযান চলমান থাকবে।