কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে (০৭ জুন) রবিবার ধান ক্রয়ের ভেড়ামারা উপজেলা কনফারেন্স রুমে লটারীর শুভ উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে ১৬৭৬ জনের মধ্যে থেকে ভেড়ামারা পৌরসভা সহ ৬টি ইউনিয়নে ১০৩ জন লটারীতে বিজয়ী হন। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামীলগ ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম, ভেড়ামারা খাদ্য গুদামের টিসিএফ হাফিজুর রহমান, ভেড়ামারা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ। এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, ভেড়ামারা উপজেলায় জায়গা হিসাবে সর্বনিম্ন ১ টন সর্বোচ্চ ৩ টন ক্রয় করা হবে।