জেলা প্রশাসকের আশু রোগ মুক্তিকামনায় ডঃ মুহাম্মদ ফজলুল হক ফাউন্ডেশন এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম।
সারা দেশে করোনা ধরা পড়ার পর থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মোঃ আসলাম হোসেন অসহায় মানুষের পাশে ছিলেন।
শুক্রবার ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রগী বিতরন করেছেন এবং করোনা রোগীদের সার্বক্ষনিক খোঁজ খবর নিয়েছন।
আজ তিনিই করোনা আক্রান্ত হয়েছে। তাই তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়াবাসীসহ দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন ঢাকাস্থ দৌলতপুর সমিতির আহ্বায়ক ও ডঃ মুহাম্মদ ফজলুল হক ফাউন্ডেশন এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম
গতকাল সন্ধা থেকে সর্দি জ্বর অনুভব হলে আজ সকালে করোনা পরিক্ষার জন্য নমুনা দেন তিনি। বিকেলে তার ফলাফল আসে পজেটিভ। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।