কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ২১৮ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলেন পৌরসভার মেয়র আলহাজ্জ্ব শামিমুল ইসলাম ছানা।
ভেড়ামারা পৌরসভায় আজ রবিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ সূচনা করেন। এ সময় বয়স্ক ও বিধবাদের মধ্যে নগদ ৬ হাজার (১ বছরের জন্য বরাদ্দকৃত অর্থ) টাকা এবং প্রতিবন্ধীদের হাতে নগদ ৯ হাজার টাকা করে তুলে দেন পৌরসভার সুযোগ্য মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।