কুষ্টিয়া বড় বাজার গড়াইঘাট এলাকায় আজ বিকেলে এক পান ব্যবসায়ী ফারুক বিশ্বাস (৩৫)কে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বর্তমানে ওই ব্যবসায়ী কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাদধীন রয়েছে।
জানা যায়, পূর্বের শত্র“তার জের ধরে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া সিরাজ বিশ্বাসের ছেলে পান ব্যবসায়ী ফারুক বিশ্বাস (৩৫)কে কুষ্টিয়া শহরের আমলাপাড়ার অফেলের ছেলে এলাকার চিহৃত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ঝন্টুর নেতৃত্বে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ৫জন মিলে বেধড়ক মারপিট ও এলোপাথাড়িভাবে কুপাতে থাকে। এ সময় ব্যবসায়ী ফারুকের মাথায় গুরুতর আঘাত পায়। তার আত্নচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।