ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ কাপ্তান (৪২) কে ৫শ পিস ইয়াবাসহ আটক করেছে আখাউড়া থানা পুলিশ।আটকৃত কাপ্তান ছোটকুড়িপাইকা এলাকার মৃত আব্দূল আজিজ ভূইয়ার ছেলে।
বৃহস্প্রতিবার(১১জুন) দুপর সাড়ে ১২ টার সময় আখাউড়া থানার এএসআই খোরশেদ আলম ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ আটক করে তাকে।
আটককৃত কাপ্তান পূর্বাঞ্চলের একজন চিহ্নিত শীর্ষ মাদকব্যবসায়ী।মাদকসহ গ্রেফতার হওয়ার পর কিছুূদিনের মধ্যেই আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আগের চেয়ে আরো বড় পরিসরে মাদক ব্যবসা করে সে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় ইয়াবা ও ফেন্সিডিল সহ একাধিক মাদক মামলা রয়েছে।
উল্লেখ্য যে, কিছু দিন আগেও ১হাজার ৯৯পিস ইয়াবা নিয়ে ধরা পরে মাদক সম্রাট কাপ্তান।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রসুল আহমেদ নিজামী জানান, আটককৃত কাপ্তান পূর্বাঞ্চলের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে। মাদকের বিরোদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।