কুষ্টিয়ার ভেড়ামারা ঘোড়েশাহ মাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অঘোষিত লকডাউনের দিন যতোই বাড়ছে, মানুষ যেন ততোই সামাজিক দূরত্ব না মানার ক্ষেত্রে বেপরোয়া হয়ে উঠছে। গ্লাভস পরাতো দূরের কথা, এখন মাস্ক পর্যন্ত পড়তে অনীহা তাদের। গ্রামের বিভিন্ন বাজার এবং শহরের মোড়গুলো ঘুরে দেখা গেলো একই চিত্র।
ভেড়ামারা ঘোড়েশাহ মাজারে তবারোক বিতরণ কিংবা তবারোক নিতে আসা সাধারণ মানুষ কোনো সামাজিক দূরত্ব’ই মানছেন না। শুধু তাই নয়, অনেকেই আসছেন মাস্ক ছাড়াই। অথচ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্কের কোনো বিকল্প নেই। আর বাজারকেন্দ্রিক যাত্রী পরিবহন করা হচ্ছে মাস্ক ছাড়াই। সেনাবাহিনী ও পুলিশ টহল টিম দেখে অনেকেই আবার পকেটে থাকা মাস্ক পরছে।
অঘোষিত লকডাউনের দিন বাড়তে থাকায় নগরীর মানুষ জনও আর আগের মতো সরকারি বিধি-নিষেধ মানছেন না। এর মধ্যে প্রতিদিন করোনাভাইরাসের রোগীর সংখ্যা বাড়ছে। তবে তার মধ্যেও ঘোড়েশাহ মাজারে কেউ মানছেন না সামাজিক দূরত্ব।
এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।