কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগরে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন। গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল মারুফ, মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ, ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কর্মকর্তাবৃন্দ এবং মোকারিমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ মুক্তিযোদ্ধারা এবং কুষ্টিয়া জেলা পুলিশের একটি চৌকস দলের তত্ত্বাবধান আজ বাদ আছর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।