ক্রমশঃ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভেড়ামারা উপজেলাব্যাপী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এখন সময় এসেছে নিজ নিজ অবস্থান থেকে কারোনা মোকাবেলায় সকলকেই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার। মহামারী এই ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে আমাদেরকে শুধু মুখে নয় বাস্তবে তা রূপান্তরিত করে প্রশাসনের কাজকে গতিশীল রাখতে হবে। এছাড়াও করোনা আক্রান্ত ব্যক্তি বা তাদের পরিবারের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করার পাশাপাশি তাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার কথা তিনি বলেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আমরা একে অপরের সহায়তায় এগিয়ে আসতে হবে। তাছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সামাজিক ও রাষ্ট্রের তথা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে এমন কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। পরিশেষে করোনা প্রাদুর্ভাবে পুলিশ প্রশাসন যেভাবে জীবন বাজি রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন এইজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধুবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও করোনা মুক্ত জীবন মহান আল্লাহর নিকট কামনা করেন। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু মুঠোফোনে আলাপকালে আজ সাংবাদিকদের এই কথাগুলো বলেন।