মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাস কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে গাংনী উপজেলার ৩৮৩ টি তালিকা ভুক্ত প্রত্যেকটি মসজিদের অনুকূলে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মসজিদ সমূহের অনুকূলে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুদানের ১৯ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছ্ ে।প্রত্যেক মসজিদের জন্য ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানুলাøাহ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল হেয়ার টেকার শফিউদ্দীন ও সাধারণ কেয়ার টেকার আনছারুল হকসহ উপজেলার ৩৮৩ টি মসজিদের ইমামবৃন্দ / কমিটির সভাপতিবৃন্দ