কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে মুখে মাস্ক না পড়া সহ সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা জনাব শারমিন আক্তার ও ভূমি কমিশনার নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আজগর আলী।
আজ (১৫ জুন সোমবার) দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে মুখে মাস্ক না পড়া সহ সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন জনকে ১৩টি মামলায় ৩৬ হাজার টাকা অর্থদন্ড করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ডের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আজগর আলী জানান, করোনার এমন সংকটকালে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে, নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা, মুখে মাস্ক না পড়ে বাইরে ঘুরে বেড়ানো সহ বিভিন্ন সরকারি নির্দেশনা অমান্য করায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের মসজিদ গলি, মেইন রোড, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময়ে বিভিন্ন জনকে মোট ১৩টি মামলায় ৩৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অন্যদের কঠোরভাবে সতর্ক করা হয়। এসময় দৌলতপুর থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে। জনকল্যাণে ও জনচেতনতায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।