কুষ্টিয়া দৌলতপুরে ব্রটিশ আমেরিকান টোব্যাকোর উদ্যোগে প্রাণী সম্পদ অফিস চত্বরে বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে।
১৬ জুন মঙ্গল বার বেলা ১১ টায় ব্রটিশ আমেরিকান টোবাকো আল্লারদর্গা রিজিওনের উদ্যোগে প্রাণী সম্পদ অফিস চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মালেক। উপস্থিত ছিলেন ভি.এস.নাজমুল হোসাইন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নাজনীন, বিএটিসি’র সহকারী লীফ অফিসার চন্দ্র শেখর ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন, বিএটিসি’র এফ.টি মোঃ জামিল রেজা। উল্লেখ্য ব্রিটিশ আমেরিকান টোবাকো দৌলতপুর সহ বিভিন্ন এলাকার ১৯৮০ থেকে বৃক্ষ রোপণ করে আসছে, তারই ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলা ২০২০ সালে চার লক্ষ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।