কুষ্টিয়া দৌলতপুরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম। সংবাদ প্রচারের পরে নিরাপদ স্থানে স্থানে সরিয়ে নেয়া হলো নির্মাণ কাজের মালামাল।
কুষ্টিয়া দৌলতপুরে হোসেনাবাদ স’মিল পাড়া থেকে মথুরাপুর গোহাট পর্যন্ত সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম। নিম্নমানের ইট, খোয়া, পাথর এবং বিটুমিন দিয়ে নির্মাণ করা হচ্ছে এই সড়ক। এলাকাবাসী এলজিইডির এক্সেন এর কাছে ফোনের মাধ্যমে অভিযোগ করলে উল্টো থানা ইঞ্জিনিয়ার এসে অভিযোগকারী এলাকাবাসী মেরু মোল্লার ছেলে ইয়াদ আলী কে হুমকি প্রদান করেন। বিষয়টি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা মোতাছিন বিল্লাহ অবহিত হলে সেখানে গিয়ে পরিদর্শন করেন এবং সে সময় এলাকাবাসী নির্ভয়ে মুখ খুলতে থাকে। জানা যায় এই কাজটি কুষ্টিয়ার এক প্রভাবশালী ঠিকাদার স্থানীয় কিছু ক্যাডার বাহিনীকে হাত করে ছয় কে নয় করে নির্মান কাজটি সম্পন্ন করার চেষ্টা করছে এবং গত ১৩ জুন (রোজ শনিবার) প্রচন্ড বৃষ্টির মধ্যে সড়কের কার্পেটিং কাজ চালিয়ে সম্পন্ন করার চেষ্টা করে। কার্পেটিং এর ঠিক দুইদিন পরে যখন ছোট ছোট বাচ্চারা যখন ওই নবনির্মিত রাস্তার উপরে খেলাধুলা করতে থাকে হঠাৎ করে বাচ্চাদের হাতের টানে কার্পেটিং পল্ল পল্ল হয়ে উটতে থাকে।
এমন ধরনের ঘটনায় এলাকাবাসী ঐ সড়কের গুণগতমান নিয়ে ক্যামেরার সামনে আসে এবং কুষ্টিয়ার বিভিন্ন স্থানীয় পত্রিকা সহ নিউজ পোর্টালে ঐ সড়কের নির্মাণ কাজের ত্রুটি নিয়ে বিভিন্নভাবে সংবাদ প্রচার হয়। সংবাদ প্রচারের ৩৬ ঘণ্টার মধ্যেই ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালামাল বিশেষ করে বিটুমিন ঐ স্থান থেকে সরিয়ে নেয়। বিটুমিন সরিয়ে নেয়ায় এলাকাবাসীর দাবি নিম্নমানের হওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান তা সরিয়ে নেয় তবে এক্ষেত্রে আমরা যখন বর্তমান তত্ত্বাবধায়ন কারী ঠিকাদার নাসির উদ্দিনের সাথে এ বিষয়ে কথা বলি তখন তিনি বলেন যেহেতু ঐ রাস্তা নিয়ে জনগণের মধ্যে ভিন্ন রকমের একটি প্রতিক্রিয়া কাজ করছে তাই আমরা আমাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছি।