আগামী ২৩শে জুন মঙ্গলবার নিউইয়র্ক স্টেটে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারী ইলেকশন অনুষ্ঠিত হবে ৷
এই প্রাইমারী ইলেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিউইয়র্ক সিটিতে রিপাবলিকান পার্টির তেমন প্রার্থী থাকে না ৷ জেনারেল ইলেকশন হবে নবেম্বরে ৷এই প্রাইমারীতে জয়যুক্ত হতে পারলে নবেম্বরের জেনারেল ইলেকশনে বিরুধী দলের তেমন প্রার্থী না থাকায় জয় নিশ্চিত ৷নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী আমেরিকানরা ব্যবসা বানিজ্যে, শিক্ষা দীক্ষায়, পেশায় খুবই ভাল অবস্হানে আছেন ৷ কিন্তু সিটি,স্টেট ও কংগ্রেসে আমাদের নির্বাচিত কোন প্রতিনিধি নেই ৷
তিনি বলেন, তাই ২৩শে জুন মঙ্গলবার যদি বাংলাদেশী আমেরিকান ভোটারগণ দায়িত্ব নিয়ে ভোট সেন্টারে গিয়ে আমাদের প্রার্থীদের ঠিকমত ভোট দিলে প্রার্থীগণ জয়লাভের সম্ভবনা বেশী ৷ বদরুন খান মিতা কংগ্রেসনাল ডিষ্ট্রিক ১৪ থেকে কংগ্রেসওমেন পদে,সানিয়াত চৌধুরী কংগ্রেসনাল ডিষ্ট্রিক ৫ থেকে কংগ্রেসম্যান পদে , মাহফুজুল ইসলাম এসেম্বলী ডিষ্ট্রিক ২৪ থেকে এসেম্বলীম্যান পদে, মৌমিতা আহমেদ এসেম্বলী ডিষ্ট্রিক ২৪ থেকে ডিষ্ট্রিক লিডার পদে ,জামিলা আক্তার উদ্দিন এসেম্বলী ডিষ্ট্রিক ২৪ থেকে নিউইয়র্ক স্টেট ডেমোক্রেটিক কমিটিওমেন পদে, মেরী জুবাইদা এসেম্বলী ডিষ্ট্রিক ৩৭ থেকে এসেম্বলীওমেন পদে, জয় চৌধুরী এসেম্বলী ডিষ্ট্রিক ৩৪ থেকে এসেম্বলীম্যান,মোহাম্মদ এন মজুমদার এসেম্বলী ডিষ্ট্রিক ৮৭ থেকে ডিষ্ট্রিক লিডার পদে ,মফিজ আই ইসলাম এসেম্বলী ডিষ্ট্রিক ৫৪ থেকে ডিষ্ট্রিক লিডার পদে, মিসবাহ আবদীন কাউন্সিল ডিষ্ট্রিক ৩৭ থেকে কাউন্সিলম্যান, শাহানা হানিফ কাউন্সিল ডিষ্ট্রিক ৩৯ থেকে কাউন্সিলওমেন পদে প্রার্থী হয়েছেন ৷গত শনিবার ১৩ জুন থেকে আর্লি ভোট আরম্ভ হয়েছে ৷
আগামী ২১জুন পর্যন্ত আর্লি ভোট চলবে ৷ আপনি ইন্টারনেট থেকে আপনার এলাকার আর্লি ভোট সেন্টারের ঠিকানা সংগ্রহ করে ভোট দিয়ে আসতে পারেন ৷বাংলাদেশী আমেরিকান ভোটারগণ নৈতিক দায়িত্ব মনে করে প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার বিনীত অনুরোধ জানাচ্ছি ৷আল্লাহ আমাদের সহায় হউন ৷
হাসান আলী, প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স ৷