অদ্য ভেড়ামারা উপজেলার রেডজানের লকডাউন কার্যক্রম মনিটরিং করা হয় ও বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এতে মুখে মাস্ক ব্যবহার না করা ও সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮, ২৫(১)(খ) ধারা ভঙ্গে (২) মতে ৫ টি মামলায় ৭ জনকে ৩৫০০(তিন হাজার পাঁচশত টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা,ভেড়ামারা থানা উপস্থিত ছিলেন। অভিযান চলমান থাকবে।