কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি আদেশ অমান্য করায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত দৌলতপুর থানা বাজার ও আল্লারদর্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি আদেশ অমান্য করে দৌলতপুর থানা বাজারে নির্ধারিত সময়ের পরও খাবার হোটেল খোলা রাখার অভিযোগে শাজাহান আলীকে ১৮৬০ সনের দন্ডবিধি ২৬৯ ধারায় ৫ হাজার টাকা অর্থন্দন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। এছাড়াও তিনি আল্লারদর্গা বাজারে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে একই দন্ডবিধিতে ১১হাজার টাকা অর্থদণ্ড করেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, সরকারি আদেশ না মেনে বিকেল ৫টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে ৬টি মামলায় ১৬হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। একইসাথে তাদের সতর্ক করা হয়েছে।