” গাছ লাগান পরিবেশ বাঁচান “প্রধানমন্ত্রী’র এই স্লোগানকে ধারণ করে বৃক্ষরোপণ করলো গাংনী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন শাখা ।
আজ ১৯ জুন মুজিব শতবর্ষে সারাদেশে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশে গাংনী উপজেলার ৫ টি ইউনিয়ন শাখার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয় ।
আজ শুক্রবার উপজেলার কাজিপুর,রাইপুর, ষোলটাকা,তেঁতুলবাড়িয়া,সাহারবাট ইউনিয়নে ৫’শ গাছের চারা রোপন করার উদ্বোধন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন-আহবায়ক মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আরিফুল ইসলাম সোহান এবং সভাপতিত্ব করেন আহ্বায়ক গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মো: আবুল বাশার।
আরিফুল ইসলাম সোবহান বলেন, মেহেরপুর জেলায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আমরা ১হাজার, ফলজ বনজ ঔষধি চারা রোপন করব। প্রত্যেকটি স্বেচ্ছাসেবকলীগ ইউনিটের প্রধানদের ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে, প্রতিটি পাড়া মহল্লায় বৃক্ষ রকম কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রত্যেকটি ইউনিয়নে ১”শটি করে মোট ৫’শ টি চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,কাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: রতন আলী, সাধারন সম্পাদক মোঃটনি , সাবেক ছাত্রলীগ নেতা আলাউদ্দিন রেন্টু।
রাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু সাইদ,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃটিপু সুলতান।
ষোলটাকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেদুল ইসলাম বিদুৎ।স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা আলাউদ্দিন রেন্টু।
তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান । উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আলাউদ্দিন রেন্টু , আসিফ ইকবাল অনিক।
সাহারবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাহিন আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মি ।