বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বাবুগঞ্জ উপজেলা ৩ নং দেহেরগতি ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি “আল নাহিয়ান খান( জয়)” ভাইয়ের বিশ্বস্ত সৈনিক বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ কর্মী “আবিদ আল- সাকিব” ভাই দেশের এই মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে, নিজের জীবনের বাজি রেখে করোনয় মৃত্যু ব্যক্তির দাফন- কাফনের কাজ সম্পন্ন করে।
“ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর”
আবিদ আল-সাকিব ও তার সাথের সহকর্মীরা বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নিবেদিত প্রাণ, গরিব অসহায় মানুষের আলের দিশারি স্নেহের “আবিদ আল-সাকিব” বাবুগঞ্জ উপজেলাবাসী এমন এক নিবেদিত ছাত্রলীগ নেতা পেয়ে সত্যি খুব গর্বিত