কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের দুইটি দরিদ্র পরিবারের মাঝে একটি টিউবওয়েল এবং একটি স্যানিটারী ল্যাট্রীন দিলেন চিলমারির সন্তান মনিরুল ইসলাম। গত রবিবার (২১ জুন) তিনি চিলমারি ইউনিয়নের মানিকের চর এ এসব জিনিস দেন।
সারাবিশ্বে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস দেশের প্রায় লকডাউন পরিস্থিতিতে দিনমজুর, খেটে-খাওয়া, নিম্ন-আয়ের, অসহায়, সাধারণ মানুষ যখন বিপাকে, তখন তিনি ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন ।
এছাড়াও তিনি ইতিপূর্বে, তিন ধাপে ৬০০ টি পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও প্রয়োজনিও খাদ্য পর্ণসহ মাস্ক বিতরণ করেছেন। গত ৪-৫ বছর ধরে তিনি গ্রামের হত দরিদ্র মানুষের চিকিৎসার সেবা আসছেন।
এই সময়টাতে জনহিতকর কাজ আর মানবিক সহায়তা করে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন মনিরুল ইসলাম। দেশের এই সংকট মুহুর্তে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারীর সন্তান মনিরুল ইসলাম ।
তরুন এই সফল ব্যবসায়ী মনির নিউরো স্পাইন সার্জিক্যাল মার্ট ও নিউরো সার্জিকালের স্বত্বাধিকারী, সে এই করোনা ভাইরাসের আপদকালীন সময়ে তার ভালোবাসার এলাকার মানুষ গুলোর জন্য এগিয়ে এসেছে , সে তার সাদ্ধ মতো মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। চিলমারী ইউনিয়ন ব্যাপী বিভিন্ন মসজিদ ও সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে যাচ্ছেন তিনি। নদী ভাংগন ও বন্যা কবলিত এলাকায় তিনি অনন্য ভুমিকা রেখে চলেছে।
সমাজ গঠনেও মেধাবী এই তরুন ব্যাবসায়ী আলোকিত চিলমারীর স্বপ্ন দেখেন। দোয়া চান সাধারন মানুষের কাছ থেকে । গরিব অসহায় মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যেতে চান মনিরুল ইসলাম।