জাতীয় দৈনিক বিজনেস ফাইলের কুষ্টিয়া ব্যুরো প্রধান সাংবাদিক জাকির হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জাকির বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৩২ তারিখ ২২/০৬/২০। মামলার বিবরণে জানা যায়, বিজনেস ফাইলের সাংবাদিক জাকির হোসেন গত ১৮ জুন কুমারখালীর চাপড়া ইউনিয়নের সাওতা গ্রামের ৯০ বছরের এক বৃদ্ধার ওপর তার ছেলে ও নাতির লাঞ্ছিতের ঘটনায় ফেসবুক স্টাটার্স দেয়।
ওই ঘটনার জের ধরে আসামী জিল্লুর রহমান, জয়নাল শেখ সহ অজ্ঞাতমানা ৭/৮ জন ২০ জুন সন্ধ্যায় জাকিরকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে আমলাপাড়া পুন্যবাবুর ঘাটে নিয়ে যায়। সেখানে তার ওপর হামলা করে তাকে রক্তাক্ত জখম করে। স্থাণীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করে। জাকির মামলা এজাহারে উল্লেখ করেছে তার সাংবাদিকতা কাজে ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ছিনতাই করে নিয়েছে আসামীরা। আসামীরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী বলে সাংবাদিক জাকির তার এজাহারে উল্লেখ করেছেন।
সাংবাদিক জাকিরের ওপর হামলার ব্যাপারে বিজনেস ফাইলের সম্পাদক ও ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি অভি চৌধুরী জানান, সন্ত্রাসীরা তাকে রক্তাক্ত করে। পত্রিকার পক্ষ থেকে এজাহার দিতে বলা হয়েছে। এব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বেড থেকে উঠে এসে জাকির থানায় এজাহার দায়ের করে। সবার আইনী প্রতিকার পাওয়ার অধিকার আছে।