কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিলসহ সুলতান আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
গতকাল রবিবার বিকেল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫১২ বোতল ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে দৌলতপুর থানা পুলিশ । আটক মাদক ব্যবসায়ী হলেন ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকার সুকচাঁদ প্রামাণিক এর ছেলে সুলতান।
দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে মথুরাপুর ইউনিয়নের শেখ পাড়া গ্রাম নামক স্থানে একটি কাভার্ডভ্যানে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য লেবু লোড করছে তার ভিতরে ফেন্সিডিল আছে।
এমত অবস্থায় অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান এর নেতৃত্বে, এ এস আই জাহিদ সঙ্গীয় অফিসার ফোর্স এস আই জাব্বার আলি সহ অভিযান পরিচালনা করিলে। ১২ বস্তা লেবু, ঢাকা মেট্রো-ন ১৩-৩৫৭৫ নং কাভার্ডভ্যানে সহ এক জনকে আটক করা হয়।
দৌলতপুর থানা পুলিশ জানান, আটকের পর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বিরুনী স্যার কে জানানো হয়। সার্কেলের উপস্থিতিতে ১২ বস্তা লেবু খুলে দেখা হলে তার ভিতরে ৪ টি বস্তায় ৫১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান বলেন, একটি কাভার্ডভ্যান ৫১২ বোতল ফেনসিডিল সহ এক জনকে আটক করছে থানা পুলিশ তাহার নামে থানায় একটি মামলা হয়েছে যাহার নং ৪০, এবং আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।