ফেনী জেলার দাগনভুঞাঁ উপজেলার ১নংসিন্দুরপুর ইউনিয়ন মাছিমপুর এলাকা থেকে ২৫ জুন বৃহস্পতিবার ইউসুফ (২৪)নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। কোরাইশমুনসী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হোসেন জানান, লাশের মাথায় এবং শরিরে ধারালো অস্ত্রের জখম রয়েছে। স্হানীয় ইউপি চেয়ারম্যান নুরনবী জানান,ধারনা করা হয় দুপুরের মধ্যে কোন এক সময় পাশ্ববর্তী সীমান্ত এলাকা থেকে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান মাছিমপুর ঈদগা সড়কের পাসে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে তার পকেটে একটি আইডি কার্ড পাওয়া গেছে বলে জানান তিনি।