কুষ্টিয়ার ভেড়ামারাতে নদীর পানিতে ডুবে মুরসালিন ও আবরা নামে দুই শিশু মারা গেছে।
শনিবার বেলা ১২ টার দিকে ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়ারে ইউনিয়নের এ দুর্ঘটনা ঘটে। একই সাথে আপন দুই ভাইয়ের দুই ছেলের পানিতে ডুবে মৃত্যু।।
ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়াড়- মওলাহাবাসপুর ব্রিজ সংলগ্ন, আব্দুর রব্বানির দুই পুত্র জিল্লুর রহমান ও সুজন ইসলামের পুত্র-মুরসালিন (৭) এবং সুজনের পুত্র-আবরা (৫) পানিতে ডুবে মারা গেছে।
এসময় আশপাশের লোকজন ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।