নওগাঁয একজন ব্যাংকার সহ নতুন চার জন করোন ভাইরাসে আকান্ত।এদের মধ্যে নওগাঁ জেলা শহরের কালিতলা এলাকার বাসিন্দা ইসলামী ব্যাংক সান্তাহার মাখার কর্মরত একজন কর্মকর্তা সহ সদর উপজেলার আঠারো জন, মান্দা উপজেলায় পাঁচ জন, মহাদেবপুর উপজেলায় চারজন, সাপাহার উপজেলায সতের জন, বদলগাছী উপজেলায় এগারো জন, পোরশা উপজেলায় চার জন, পত্নীতলা উপজেলায দুই জন, রাণী নগর উপজেলায় এক জন এবং নিয়ামতপুর উপজেলায় এক জন। সর্ব মোট কোভিট 19 এ আক্রান্তর সংখ্যা ৩৮৬ জন।
এই ২৪ ঘন্টায় কোয়ারেনটাইনে নেয় হয়েছে আরও চার জনকে। এ সময় কোয়ারেনটাইন থেকে ছাড় পত্র পেয়েছেন ২৩ জন। বর্তমানে কোয়ারেনটাইনে আছেন ১৪১৫ জন।