কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির পাশের খাদের পানিতে ডুবে সামিউল ইসলাম (৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে । রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে । নিহত শিশু পুত্র সামিউল ইসলাম এলাকার টুটুন সর্দ্দারের ছেলে ।
স্থানীয় সুত্রে জান যায়, রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী সদরঘাট এলাকায় এলাকার টুটুন সর্দ্দারের ছেলে শিশু সামিউল ইসলাম বাড়ির পাশের খাদে খেলতে যায়। সেখানে খেলার এক পর্যায়ে সে সবার অজান্তে খাদের পানিতে পড়ে ডুবে যায় এবং তার মৃত্যু হয়।
শিশু সামিউল ইসলামের করুণ মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।