ভেড়ামারা উপজেলার রেডজোন ঘোষিত এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে চলেছেন উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ । ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থানে ২৯জুন সকালে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮, ২৫(১)(খ) ধারা ভঙ্গে (২) মতে ৪ মামলায় ৮ জনের ১২০০০/- (বার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। উল্লেখ্য ভেড়ামারা উপজেলায় এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ জনে দাড়িয়েছে।
যা আগের তুলনায় এখন প্রায় কমতে শুরু করেছে। এজন্য ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বলেন, সংক্রামক কমাতে সর্বোচ্চ অভিযান চলামান থাকবে। তাছাড়া তিনি সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে না চললে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারি দেন।